চিরঘুমে ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne)। টুইটার জুড়ে শোকের ছায়া। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওয়ার্নের মৃত্যুতে হতবাক ক্রিকেটমহল (Cricket World)। এখনও কেউ যেন বিশ্বাস করতে পারছেন না। টুইটারে শোকবার্তা জানালেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Shehwag), শোয়েব আখতার (Shoaib Akhtar)।
বীরেন্দ্র সেহওয়াগ লেখেন, "এখনও বিশ্বাস হচ্ছে না। অন্যতম সেরা স্পিনার, যার স্পিন সেরা, সেই সুপারস্টার ওয়ার্ন আর নেই। জীবন খুবই ভঙ্গুর। কখন কী হয়, বোঝা কঠিন। তাঁর পরিবার, বন্ধু আর অনুরাগীদের প্রতি সমবেদনা।"
আরও পড়ুন: ক্রিকেটের আকাশে আচমকা নক্ষত্রপতন, ৫২ বছর বয়সে প্রয়াত শেন ওয়ার্ন
টুইট করে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। তিনি লেখেন, "এই মাত্র দুঃসংবাদটি শুনলাম। শেন ওয়ার্ন আর নেই। এর থেকে বেশি হতবাক আর কিছুতে হইনি। কী ধরনের লেজেন্ড ছিলেন। দারুণ মানুষ। অসাধারণ ক্রিকেটার।"