কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্নের(Shane Warne) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকস্তব্ধ অস্ট্রেলিয়ার(Australia) প্রধানমন্ত্রী স্কট মরিসন(PM Scott Morrison)। জানা গেছে, অস্ট্রেলিয়ায়(Australia) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে এই কিংবদন্তী লেগ স্পিনারের(Shane Warne)।
ওয়ার্নের মৃত্যুর পর এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী(Scott Morrison) বলেন, 'অস্ট্রেলিয়ার অন্যতম শ্রেষ্ঠ চরিত্র ওয়ার্ন। খেলার প্রতি তাঁর ভালবাসা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। দেশের(Australia) হয়ে তিনি যে কীর্তি গড়েছেন, তার জন্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। ওয়ার্নের পরিবারের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে।'
জানা গেছে, ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে মেলবোর্ন ক্রিকেট মাঠের(Melbourne Cricket Ground) গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদলে তাঁর নাম রাখা হবে। একথা জানিয়েছেন ভিক্টোরিয়া প্রদেশের ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা(Martin Pakula)।