অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার এবং আইপিএলের (IPL) অন্যতম সফল তারকা শেন ওয়াটসন (Shane Watson) এবার দিল্লি ক্যাপিটালসে। ঋষভ পন্থদের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) সহকারী কোচ হিসাবে যোগ দিচ্ছেন তিনি।
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ওয়াটসন জানিয়ে দিলেন যে, আসন্ন আইপিএলে তিনি দিল্লির সহকারি কোচ হচ্ছেন। এর ফলে দিল্লির কোচিং টিম অত্যন্ত আকর্ষণীয় হল।
দিল্লিতে ওয়াটসন পাচ্ছেন তাঁর প্রাক্তন সতীর্থ রিকি পন্টিংকে (Ricky Ponting)। বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন পন্থদের হেড কোচ হিসাবে রয়েছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এবার তাঁর সঙ্গী হলেন ওয়াটসন।
আরও পড়ুন: Women World Cup: বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডের মুখোমুখি মিতালিরা, জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার