বিতর্ক (Controversy) এড়াতে পারল না এবারের আইপিএল (Ipl 2022)। শুক্রবারের রাতে মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ওভারে নো বল (No Ball) নিয়ে আম্পায়রের সিদ্ধান্ত ঠিক না ভুল, সেই বিতর্কের আঁচ এবার দিল্লি ক্যাপিটলস (Delhi Capitals) দলের অন্দরেও প্রকাশ পেল। এই ঘটনার জেরে ইতিমধ্যেই দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Panth) এবং আর এক ক্রিকেটার শার্দুল ঠাকুরকে (Sardul Thakur) জরিমানা করা হয়েছে। এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে দিল্লির অন্যতম সরকারি কোচ ও ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ আমরেকে (Praveen Amre)। এই পরিস্থিতির মধ্যেই দিল্লির সহকারি কোচ শেন ওয়াটসনের (Shane Watson) সাফ কথা, মুম্বইয়ের মাঠে যা হয়েছে, তা ঠিক হয়নি। মাঠের মধ্যে ওই ভাবে আম্পায়রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করাও ভুল হয়েছিল মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার।
এমনিতেই করোনার জেরে জেরবার দিল্লি দল। শুক্রবার করোনার জেরেই মাঠে থাকতে পারেননি কোচ রিকি পন্টিংও। এই পরিস্থিতিতে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। এই আইপিএলে এখনও পর্যন্ত তারা সর্বোচ্চ রান তাড়া করছিল। শেষ ওভারে দরকার ছিল ৩৬ রান। এরমধ্যে ওভারের তৃতীয় বলটি কোমড়ের কাছাকাছি উচ্চতায় ছিল বলে দিল্লি দলের অভিযোগ। কিন্তু আম্পায়রা তা উড়িয়ে দেন। এরপরই মাঠের বাইরে তৈরি হয় সেই নাটকীয় দৃশ্য। ব্যাটারদের মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন ঋষভ। মাঠে ঢুকে পড়েন প্রবীণ আমরে।
ঋষভদের এই আগ্রাসী প্রতিবাদ মানতে পারছেন না শেন ওয়াটসন। তাঁর মতে, ‘‘কেউ ও ভাবে দৌড়ে মাঠের ভিতর ঢুকে যাবে, এটা একদমই মেনে নেওয়া যায় না। মেনে নেওয়াই ভাল যে আমাদের আচরণ একদমই ভাল ছিল না।’’ এখানেই শেষ নয়, হতাশ ওয়াটসন মনে করেন, ‘‘শেষ ওভারে যেটা হয়েছে সেটা অত্যন্ত হতাশার। ওই ঘটনার আগে আমরা ম্যাচের কখনই সব কাজগুলো এক সঙ্গে ঠিক ভাবে করতে পারিনি। শেষ ওভারে যেটা হল সেটা দিল্লি ক্যাপিটালসের করা ঠিক হয়নি। আম্পায়ারদের সিদ্ধান্ত ঠিক হোক বা ভুল, আমাদের মেনে নেওয়া উচিত।’’