মিচেল মার্শ (Mitchell Marsh) ও শার্দুল ঠাকুরের (Shardul Thakur) অনবদ্য পারফরম্যান্স। পঞ্জাব কিংসকে (Punjab Kings) ১৭ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। ৪৮ বলে ৬৩ রান করেন মার্শ। এদিকে চার উইকেট তুলে নিলেন শার্দুল ঠাকুর।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। প্রথম বলে ওপেনার ডেভিড ওয়ার্নার ফিরে যান। কিন্তু মার্শ ও সরফরাজ খানের জুটিতে বড় রান তোলে দিল্লি। সরফরাজ আউট হলে মাঠে নামেন ললিত যাদব। ২৪ রান করে ফেরেন তিনি। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে দিল্লি। পঞ্জাবের হয়ে তিন উইকেট নেন লিয়াম লিভিংস্টোন ও আর্শদীপ সিং।
আরও পড়ুন: এবার আইপিএলে নতুন হারের রেকর্ড চেন্নাইয়ের, নজির গড়ল মাহির সিএসকে
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি পঞ্জাবের ব্যাটসম্যানরা। ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর। ১৫ বলে ২৮ রান করেন পঞ্জাবের জনি বেয়ারস্টো। ৩৪ বলে ৪৪ রান করেন জিতেশ শর্মা। শেষে রাহুল চাহার চেষ্টা করলেও লাভ হয়নি।