ক্রিকেট থেকে বিদায় নিলেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ফরম্যাটের ক্রিকেটকেই বিদায় জানালেন ধাওয়ান। শনিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন ভারতীয় ওপেনার।
জাতীয় দলের জার্সিতে প্রায় ১৩ বছর খেলেছেন শিখর। সেই সময় টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার জায়গা ছিলেন তিনি। ৩৮ বছরের ধাওয়ান দেশের হয়ে শেষ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বর মাসের।
কী কী রেকর্ড রয়েছে তাঁর? দেখে নেওয়া যাক এক নজরে।
আন্তর্জাতিক কেরিয়ার
নিজের আন্তর্জাতিক কেরিয়ারে মোট ১৬৭টি ম্যাচ খেলেছেন শিখর। সব ম্যাচ মিলিয়ে তাঁর মোট রান ৬ হাজার ৭৯৩। মোট ১৭ টি সেঞ্চুরি করেছেন তিনি। আর হাফ সেঞ্চুরির সংখ্যা ৩৯টি।
টেস্ট ফরম্যাট
টেস্ট ফরম্যাটে শিখর ধাওয়ান মোট ৩৪ টি ম্যাচ খেলেছেন। সব ম্যাচ মিলিয়ে তাঁর রান ২ হাজার ৩১৫ টি। সেঞ্চুরি করেছেন ৭টি আর হাফ সেঞ্চুরি রয়েছে ৫টি।
টি-২০ ফরম্যাট
টি-টোয়েন্টিতে মোট ৬৮ টি ম্যাচ খেলেছেন ধাওয়ান। রান ১ হাজার ৭৫৯ টি। হাফ সেঞ্চুরি করেছেন ১১টি।
২০১০ সালে জাতীয় দলে ধাওয়ানের অভিষেক হয়। কিন্তু তিনি ২০১৩ সালে জাতীয় দলের নিয়মিত সদস্য হন। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-ধাওয়ান ওপেনিং জুটি নজর কাড়ে। আর তাঁর টেস্ট অভিষেক হয় ২০১৪ সালে।