ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে পারে বিসিসিআই। ফেব্রুয়ারিতেই কোন ক্রিকেটার কোন গ্রেডে চুক্তি পাচ্ছেন, তা ঘোষণা হবে। জানা গিয়েছে, বোর্ডের চুক্তি থেকে এবার বাদ পড়তে পারেন শিখর ধাওয়ান।
মাস দুয়েক আগেই শিখর ধাওয়ান টিমকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু বর্তমান টিমে ইশান কিষাণ, শুভমান গিল, সূর্যকুমার যাদব এসে গিয়েছেন। তাই টিমে জায়গা পাচ্ছেন না ধাওয়ান। এবার বোর্ডের চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন ইশান্ত শর্মা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা ও ময়ঙ্ক আগরওয়ালরাও।
এবার বোর্ডের চুক্তিতে বড় বদল হতে পারে। চুক্তির সর্বস্তরে বাড়তে পারে বেতন। বোর্ডের এ প্লাস ক্যাটাগরিতে বর্তমানে বার্ষিক বেতন ৭ কোটি টাকা। এ গ্রেডের ক্রিকেটারদের বার্ষিক বেতন ৫ কোটি টাকা। বি গ্রেডের ক্রিকেটাররা ৩ কোটি টাকা পান। সি গ্রেডের ক্রিকেটাররা পান এক কোটি টাকা। সূত্রের খবর, এবার বেতন বাড়াচ্ছে বোর্ড।