ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বুধবার দলঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টিম। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে।
আর মাত্র ৩ মাস বাকি T20 বিশ্বকাপের। অস্ট্রেলিয়ায় খেলতে যাবে দল। ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর ক্যারিবিয়ান সফরে যাবে টিম। বুধবার সেই সফরের টিম ঘোষণা করে বিসিসিআই। এই নিয়ে দ্বিতীয়বার জাতীয় দলে ওয়ানডে টিমে অধিনায়ক হলেন শিখর ধাওয়ান।
আরও পড়ুন: উইম্বলডনে ইতিহাস, গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে আরব কন্যা জাবেউর
ভারতীয় দল
শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (এহ-অধিনায়ক), রুতুরাজ গাইকোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), শার্দুল ঠাকুর, যুজভেন্দ্র চাহাল, আবেশ খান, অক্সর প্যাটেল, প্রাসিদ কৃ্ষ্ণা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং