বোর্ডের প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন চেতন শর্মা। তাঁর পরিবর্তে দায়িত্ব সামালাবেন শিবসুন্দর দাস। বিশ্বকাপের আগে তাঁর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।
ভারতের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন শিবসুন্দর দাস। সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক থাকাকালীন আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন তিনি। দুটি শতরান-সহ ১৩২৬ রান করেন তিনি। চারটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। এবার তাঁকেই দায়িত্ব দিল বোর্ড।
পদত্যাগের আগে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন চেতন শর্মা। সৌরভ ও বিরাটের মধ্যে ইগোর লড়াই ছিল বলে জানান তিনি। বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে দলে বিভাজনের কথাও বলেন চেতন। বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চেতনকে ইস্তফা দিতে বাধ্য করা হয়নি। গত ১৪ ফেব্রুয়ারি গোপন ক্যামেরায় একটি সাক্ষাৎকার দেন চেতন শর্মা। ভারতীয় দল নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।