ক্রিকেট জীবনে দেশের জন্য কী না করেননি! মাঠে নিজেকে উজাড় করে দিয়েছেন। চোট পাওয়ার সম্ভাবনা থাকলেও, গতিকেই প্রাধান্য দিয়েছেন। তাই অবসর জীবন মোটেই সুখকর হচ্ছে না শোয়েব আখতারের (Shoaib Akhtar)। খেলা ছাড়ার এতদিন পর ফের অস্ত্রোপচার (Akhtar Surgery) করাতে হল তাঁকে।
গত ১১ বছর ধরে ডান হাঁটুর সমস্যা। এর আগে পাঁচবার অস্ত্রোপচার করিয়েছেন। তাতেও সুরাহা হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শে ছয়বার হাঁটুতে অস্ত্রোপচার করালেন পাকিস্তানের প্রাক্তন পেসার। মেলবোর্নের হাসপাতালে একটি বিছানায় একটি ভিডিয়ো নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শোয়েব। সঙ্গে লেখেন, "অস্ত্রোপচার ভাল হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আপনারা আমার জন্য প্রার্থনা করুন।" অস্ট্রেলিয়ায় শোয়েবের সঙ্গে আছেন বন্ধু কামিল খান। তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন আখতার।
আরও পড়ুন: পুরোন নিয়মে রঞ্জি ট্রফি, ফিরছে দলীপ ট্রফি, ভারতের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা
হাঁটুর চোটের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিতে হয়েছিল শোয়েবকে। শোয়েব ভিডিয়োয় বলেছেন, আরও চাঁর-পাঁচ বছর ক্রিকেট খেলতে পারতেন তিনি। কিন্তু তা হলে হুইলচেয়ারে বাকি জীবন কাটাতে হত। তাই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। শোয়েবের আশা, এটাই তাঁর শেষ অস্ত্রোপচার। তা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন।
এক দশকের বেশি সময় ধরে হাঁটুর চোট ভোগাচ্ছিল শোয়েবকে। কিন্তু তাতে সামান্য আক্ষেপ নেই তাঁর। তিনি জানান,পাকিস্তানের হয়ে সব সময় সেরাটা দিয়েছেন তিনি। বেশি গতিতে বল করার জন্যই চোট। সুযোগ থাকতে দেশের জন্য এই কষ্ট ভোগ করতে রাজি তিনি।