তৃতীয়বার বাবা হলেন পাক পেসার শোয়েব আখতার। ৪৮ বছরে বয়সে বাবা হলেন তিনি। তাঁর স্ত্রী রুবাব খান এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২০১৬ ও ২০১৯ সালে দুই পুত্র সন্তানের জন্ম হয়। এবার প্রথম কন্যা সন্তানের বাবা হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ইনস্টাগ্রামে নিজের এই সুখবর ভাগ করে নিয়েছেন শোয়েব। নবজাতক কন্যার জন্য সবার কাছে প্রার্থনাও করেছেন তিনি।
মেয়ের নামও ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন আখতার। তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য তিনি লেখেন, 'এবার থেকে মিকাইল ও মুজাদ্দা ছোট বোনের সঙ্গে খেলবে। ঈশ্বরের কৃপায় আমাদের সংসারে কন্যা সন্তান এসেছে। কন্যা নূর আলি আখতারকে স্বাগত। সবার প্রার্থনার জন্য কৃতজ্ঞ।'
আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজেও ডাক পেয়েছিলেন, কেন প্রত্যাখ্যান করেন ইশান কিষাণ!
২০১৪ সালে পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন শোয়েব ও রুবাব। বিয়ের ১০ বছর পর ঘরে তৃতীয় সন্তান এল শোয়েব আখতারের।