তৃতীয় বিয়ে থেকে ম্যাচ গড়াপেটা। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ না খেলে দুবাইয়ে ফিরেছেন। শুক্রবার এই নিয়ে মুখ খুললেন পাক অলরাউন্ডার।
কী বলেছেন শোয়েব?
শোয়েব নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পূর্বনির্ধারিত সূচির জন্যই তিনি বাংলাদেশ ছেড়েছেন। আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তিনি কথা বলে নিয়েছেন। প্রয়োজনে দলকে ফের সাহায্য করবেন। আগামিদিনে বাংলাদেশে খেলতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।'
আরও পড়ুন - হায়দরাবাদে ভারত এগিয়ে ১৭৫ রানে, দিনের শেষে স্কোরবোর্ডে ৪০০ রান
ম্যাচ গড়াপেটা নিয়েও জবাব দিয়েছেন শোয়েব। জানিয়েছেন, এই সব গুজব একেবারেই ভিত্তিহীন। কোনও তথ্য ছড়িয়ে দেওয়ার আগে উচিত যাচাই করে নেওয়া। না হলে অযথা বিভ্রান্তি তৈরি না করে। উল্লেখ্য, গড়াপেটা বিতর্কে পাক ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন ফরচুন বরিশালের কর্ণধারও।