ইন্দোরে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে (2nd ODI) জোড়া সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ১১ মাস পরে সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার (Sheryas Iyer)। সেঞ্চুরি করেই সিন অ্যাবটের ডেলিভারিতে ১০৫ রানে ফেরেন তিনি। এদিকে সেঞ্চুরি করে ফেললেন শুভমান গিলও (Subhman Gill)। ভারতের রান ৩ উইকেটে ২৯৬। শ্রেয়সের পর ক্রিজে অধিনায়ক কে এল রাহুল।
এদিন ইন্দোরে একাধিক পরিবর্তন করে ভারত, অস্ট্রেলিয়া দুই দলই। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়। নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। ছিলেন না মিচেল মার্শও। ভারতীয় দলে দুই তারকা পেসার বুমরা ও সিরাজকেও বিশ্রামে পাঠানো হয়। রুতুরাজ গাইকোয়াড় শুরুতে আউট হলেও অধিনায়ক কে এল রাহুলের উদ্বেগ কমালেন দুই ব্যাটসম্যান। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ইন্দোরে বৃষ্টি, ৪০ মিনিট পর ম্যাচ শুরু, ক্রিজে শুভমান ও শ্রেয়স