দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন দুর্ধর্ষ ক্যাচ ধরলেন শ্রেয়স আইয়ার। ভাইজ্যাগে ফিরে এল আহমেদাবাদের স্মৃতি। বিশ্বকাপ ফাইনালে ট্রেভিস হেড উল্টোদিক থেকে রোহিত শর্মার ক্যাচ ধরছিলেন। শ্রেয়সের ক্যাচের সঙ্গে সেই ক্যাচের তুলনা ক্রিকেটপ্রেমীদের।
শনিবার কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। ৩৯৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। এরপরই ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুতেই ক্রলে ক্রিজে সেট হয়ে যান। অক্ষরের ডেলিভারিতে একটি ক্যাচ ওঠে। অনেকটা দৌড়ে উল্টোদিকে ঝাঁপ দিয়ে ক্যাচ নেন শ্রেয়স। তাঁর এই ক্যাচে প্রশংসা নেটিজেনদের।
এদিকে দ্বিতীয় দিন চা বিরতির পর ভারতীয় বোলারদের দাপটে কোনঠাসা ইংল্যান্ড। ৪৬ ওভারে ২০৫ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে তাঁরা। তিনটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা। একটি উইকেট অক্ষর প্যাটেলের।