অস্ট্রেলিয়া আসছে। কিন্তু ভারতের চোটের বহর কমছে না। নিউজিল্যান্ডের পর এবার ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না ব্যাটার শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারণে কিউইদের বিরুদ্ধে সিরিজ থেকে প্রথমে ছিটকে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। সেই চোট এখনও রয়েছে বলেই বোর্ড সূত্রে জানানো হয়েছে। বেশ কয়েক দিন ধরেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি চোট সারাতে কসরত করেন তিনি। কিন্তু তার পরেও এখনও শ্রেয়সকে ফিট বলে ঘোষণা করা যাচ্ছে না।
৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগে বেঙ্গালুরু থেকে যা খবর ইঞ্জেকশন নেওয়ার পরেও শ্রেয়সের পিঠের ব্যথা এখনও রয়েছে। ফলে তাঁর পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব নয় বলেই দাবি বোর্ডের একটি সূত্রের।
তবে বোর্ডের আরও একটি সূত্রে দাবি দিল্লি টেস্টের আগে শ্রেয়সের সুস্থ হওয়ার সম্ভবনা রয়েছে। যদিও এই ব্যাপারে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে কোনও খবর নেই।