বরাবরই চর্চায় থাকে শুভমন গিলের ব্যক্তিগত জীবন। কখনও তাঁর নাম জড়ায় কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুল্করের মেয়ে সারা তেন্ডুল্করের সঙ্গে। আবার কখনও তাঁর নাম জড়িয়েছে সইফ কন্যা তথা বলি নায়িকা সারা আলি খানের সঙ্গে। এর মধ্যেই নয়া আপডেট।
এবার নাকি মনের মানুষ খুঁজে পেয়েছেন শুভমন। এবার ভারতীয় দলের এই তরুণ ওপেনারের নাম জড়াল সিনে ইন্ড্রাস্ট্রির পরিচিত মুখ রিধিমা পণ্ডিতের সঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, চলতি শীতেই নাকি রিধিমা আর শুভমনের চার হাত এক হতে চলেছে।
মূলত ছোট পর্দার অভিনেত্রী রিধিমা। 'বহু হামারি রজনীকান্ত' সিরিয়ালের মুখ্যচরিত্র রজনীর চরিত্রে দেখা গিয়েছিল রিধিমাকে। বিয়ের খবর শুনে মুখ খুলেছেন রিধিমা।
শুভমনের সম্পর্কে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শুভমনকে তিনি ডেট করছেন না। তিনি শুভমনকে চেনেনও না। তবে, যদি তাঁর সঙ্গে দেখা হয়, তাহলে এই বিষয় নিয়ে হাসাহাসি করব আমরা। একই সঙ্গে তিনি জানান, তাঁর মনে হয় শুভমন খুবই কিউট একজন মানুষ।
এর আগে সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর নিয়ে তিনি জানিয়েছিলেন, 'আমার বিয়ে সম্পর্কে জানতে চেয়ে সাংবাদিকদের থেকে অনেক ফোন পেয়ে ঘুম ভেঙেছে। কিন্তু আমি মোটেই বিয়ে করছি না। যদি বিয়ের সিদ্ধান্ত নিই তা হলে সবার আগে আমিই ঘোষণা করব। এই খবরের কোনও সত্যতা নেই।'