বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill In Ahmedabad)। ডেঙ্গু থেকে সেরে উঠতেই আহমেদাবাদে পৌঁছলেন দলের ওপেনার শুভমন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শুভমনের বিমানবন্দরে পৌঁছনোর ভিডিয়ো। আর তার পরেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। অসুস্থতার কারণে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি গিল। তবে, কি ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচে মাঠে নামবেন তিনি?
আগামী ১৪ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামবে ভারত। বিশ্বকাপের এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এর আগেই আহমেদাবাদে পৌঁছেছেন ভারতীয় ওপেনার শুভমন গিল। তবে, বোর্ড সূত্রে খবর, আপাতত পুরোপুরি সুস্থ নন শুভমন। তাই ভারত-পাক ম্যাচে একপ্রকার অনিশ্চিত তিনি।
আরও পড়ুন - বৃহস্পতিবার বিশ্বকাপে মেগা লড়াই, প্রত্যয়ী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি স্মিথ-ওয়ার্নাররা
সোমবার রাতে ডেঙ্গি আক্রান্ত এই ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় শুভমনকে। বুধবারই হাসপাতাল থেকে শুভমনকে হোটেলে ফিরিয়ে আনা হয়।