কুলদীপ যাদবের ভুল সিদ্ধান্তের কারণে শতরানের দোরগোড়ায় পৌঁছেও আউট হয়ে গেলেন শুভমান গিল। প্রথম ইনিংসে জাডেজার ভুলের কারণে যেভাবে সরফরাজ খান আউট হয়েছেন, একই ভাবে আউট হয়ে গেলেন শুভমনও।
রবিবার সকালে কুলদীপ আর শুভমনের জুটি রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল বেন স্টোকসের। কিন্তু সেই অস্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি ৯১ রান করে মাঠ ছাড়েন গিল।
আরও পড়ুন - সেঞ্চুরি মিস শুভমানের, রবিবার ক্রিজে ফিরলেন যশস্বী, সঙ্গী সরফরাজ
কী ভুল সিদ্ধান্ত ছিল কুলদীপের?
রবিবার রাজকোটে ৬৪ তম ওভারের শেষে শর্ট রান নেওয়ার সিদ্ধান্ত নেন কুলদীপ। তাঁর ডাকে সাড়া দেন শুভমনও। দু'জনে রান নিতে গেলে আউট হয়ে যান শুভমন। ফলে অধরা থেকে যায় তাঁর টেস্টে চতুর্থ শতরান।