Subhman Gill Creates Record : শুভমনের ব্যাটে নতুন কীর্তি, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

Updated : Aug 25, 2022 01:30
|
Editorji News Desk

দ্বিতীয় ম্য়াচেই সিরিজ শেষ হয়ে গিয়েছিল। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে একদিনের সিরিজে তৃতীয় ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। সোমবার হোয়াইটওয়াশ করার দিনে ভারতীয় ক্রিকেটের নয়া প্রাপ্তি রেকর্ড প্লেয়ার শুভমন গিল। একটা শতরানে সব অন্যন্য নজির তৈরি করে ফেললেন ভারতীয় এই ক্রিকেটার। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এদিন প্রথম শতরান করেন গিল। ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি। কিন্তু আউট হওয়ার আগে একসঙ্গে ভেঙে দিলেন সচিন তেন্ডুলকর এবং ভারত অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড। 

এতদিন জিম্বাবোয়ের মাটিতে সচিনের ১২৭ রান ছিল ভারতীয়দের মধ্যে ব্য়ক্তিগত সর্বোচ্চ রান। আর জিম্বাবোয়ের মাটিতে রোহিত শতরান করেছিলেন ২৩ বছর ২৮ দিনে। এদিন এই দুটি রেকর্ডই ভেঙে গেল শুভমনের ব্য়াটে। ২২ বছর ৩৪৮ দিনের মাথায় কেরিয়ারের প্রথম একদিনের শতরান করে টপকে গেলেন অধিনায়ককে। আর ১৩০ রান করে গত সিকি শতাব্দী ধরে চলা অক্ষত সচিন কীর্তিও ভেঙে দিলেন গিল। এরআগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৮ ছিল শুভমনের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। এদিন ৮২ বলে শতরান আসে তাঁর ব্যাট থেকে। 

মূলত তাঁর ১৩০ রানের সৌজন্য়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে আট উইকেটে ২৮৯ রান করেছিল ভারত। টস জিতে ব্য়াট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কেএল রাহুল। রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ইনিংস থামে ২৭৬ রানে। ভারতের হয়ে তিনটি উইকেট নেন আবেশ খান। দুটি করে উইকেট দীপক চাহার, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের। জিম্বাবোয়ের হয়ে শতরান করেন সিকান্দার রাজা। ১১৫ রান করে আউট হন তিনি।

Zimbabweshubman gillIndiaCricket

Recommended For You

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা