শুক্রবার রাতে প্রেমাদাসা থ্রিলার দেখেছে ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ঘোর এখনও কাটেনি অনেকের। এরমধ্যেই এই হারের জন্য নিজেকেই দায়ি করলেন ভারতীয় ওপেনার শুভমন গিল। শুভমন জানিয়েছেন, এই ম্যাচ তাঁর ফিনিশ করে আসা উচিত ছিল।
এই ম্যাচে ১৩৩ বলে ১২১ রান করে আউট হন শুভমন। তিনি যখন আউট হলেন, তখন জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। মেহেদির বলে শুভমনের ক্যাচ লোফেন হৃদয়। আর তাতেই হৃদয়ভঙ্গ হয় ভারতীয়দের। শুভমনের দাবি, বাড়তি আগ্রাসণ দেখাতে যাওয়াটাই কাল হল। কারণ, ওই সময় তাঁর থেকে যাওয়াটা জরুরি ছিল বলেই মনে করেন ভারতীয় ওপেনার।
রবিবার এশিয়া কাপের ফাইনাল। ভারতের সামনে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে টপ স্কোরার শুভমন। ফাইনালের আগে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ম্যাচের ভুল তিনি আর করবেন না।