আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি শুভমান গিলের (Subhman Gill)। শনিবার সকাল থেকেই ছন্দে তারকা ক্রিকেটার। বাউন্ডারি মেরে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতক পূরণ করলেন শুভমান। কিন্তু একই ওভারে বড় ঝটকা খেল ভারত। ৪২ রানে টড মারফির ডেলিভারিতে আউট হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারা। চা-বিরতির আগেই ১৮৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। গিলের সঙ্গে ক্রিজে আছেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান তোলে। কোনও উইকেট না হারিয়ে শনিবার ব্যাট করতে নামে ভারত। ৩৫ রানে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। পূজারা ও গিল ১১৩ রানের পার্টনারশিপ করেন। আহমেদাবাদে শেষ সেশনে বিরাটের দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন: ৩৫ রানে ফিরলেন রোহিত শর্মা, হাফসেঞ্চুরি শুভমান গিলের
আহমেদাবাদ টেস্টে প্রথম দিন সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। দ্বিতীয় দিন সেঞ্চুরি পান ক্যামেরুন গ্রিন। তৃতীয় দিন সেঞ্চুরি শুভমানে। বিরাটের সেঞ্চুরির জন্য তাই প্রত্যাশা বাড়ছে।