প্রথম ২ ম্যাচ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বাইরে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। একটি হাফসেঞ্চুরি এলেও বড় রান আসেনি। ইংল্যান্ড ম্যাচে বড় রানই লক্ষ্য শুভমানের। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে শর্ট বলে অনুশীলন সারতে দেখা গেল তাঁকে।
আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। কিন্তু ১৬ রানে ফেরেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ৫৩ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৬ রান করেই থেমে গিয়েছিলেন তিনি। শর্ট বলেই আউট হয়ে ফিরেছেন নিউজিল্যান্ড ম্যাচে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ভুল করতে চান না শুভমান।
আরও পড়ুন - বিশ্বকাপের মাঝে শাকিবের দেশে ফেরা নিয়ে বিতর্ক, ইডেনে নামার আগে মুখ খুললেন তাসকিন