পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের সঙ্গী কী শুভমন গিল ? এশিয়া কাপের প্রস্তুতি থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি ক্রিকেট ওয়েবসাইট দাবি করেছে, শনিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যে লাইন-আপ ধরে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করেছেন, তাতে এটা স্পষ্ট আগামী দোসরা সেপ্টেম্বর ক্যান্ডিতে অধিনায়ক রোহিত শর্মার পার্টনার হচ্ছেন শুভমন গিল।
ওই ওয়েব সাইটটি এও দাবি করেছে, রাহুল দ্রাবিড়ের নেটে তিন নম্বরেই দেখা গিয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। তাহলে ফের সেই প্রশ্ন ঘুরে আসছে, চার নম্বরে কে ?
আরও পড়ুন : কে হবেন বিশ্বকাপের টপ স্কোরার ? বীরুর বাজি কে ?
মনে করা হচ্ছে, এশিয়া কাপ থেকেই চার নম্বরে শ্রেয়স আইয়ারকেই মনস্থির করে ফেলেছেন কোচ রাহুল দ্রাবিড়। সে কারণে নেটে বিরাটের পাশেই দেখা গিয়েছে, সদ্য চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়সকে।
তবে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এই চার ক্রিকেটারের জায়গা এখন পাকা। লড়াই পাঁচ নম্বর থেকে। সেখানে হার্দিকের সঙ্গে লড়াই করতে হবে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবকে। কারণ, এই দলে রবীন্দ্র জাডেজার মতো অলরাউন্ডার রয়েছেন। তাঁকে বসানোর ঝুঁকি মনে নয় ক্যান্ডিতে নিতে চাইবেন না রোহিত এবং রাহুল।