পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগেই অঘটন। আঙুলের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান (Pakistan) ম্যাচ থেকে ছিটকে গেলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। দলের সহ অধিনায়ক স্মৃতির ছিটকে যাওয়া যে ভারতের কাছে বিশাল বড় ধাক্কা তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে, এই ম্যাচে ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে মাঠে নামতে দেখা যাবে।
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আইসিসি টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। এর মধ্যেই প্র্যাকটিস ম্যাচের সময় চোট পেয়েছিলেন স্মৃতি। তার পর থেকেই তিনি মাঠে নামতে পারবেন কি না তা দিয়ে অনিশ্চিত ছিল দল। অবশেষে সেই আশঙ্কায় সত্যি হল।
আরও পড়ুন - চতুর্থ দিনে ৫৪৭ রানের লিড বাংলার, রঞ্জির ফাইনালের পথে মনোজ তিওয়ারিরা