প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশা পূর্ণ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসের প্রথমবারই সোনা জিতল ভারত। এই অনন্য সম্মান দেশকে এনে দিয়ে আবেগপ্রবণ স্মৃতি মান্ধানা। যখন পোডিয়ামে জাতীয় সঙ্গীত বেজে ওঠে, নিজেকে সামলাতে পারেননি তিনি। কেঁদে ফেলেন স্মৃতি।
ম্যাচের পর স্মৃতিকে প্রশ্ন করা হয়, কেন তিনি কেঁদে ফেললেন। স্মৃতি নীরজ চোপড়ার বিশ্বসেরার ঘটনার উদাহরণ দেন। তিনি বলেন, "সবাই নীরজ চোপড়াকে দেশের জন্য সোনা পেতে দেখেছিলাম। তা সবাইকে উদ্বুদ্ধ করে। দেশকে সোনা এনে দেওয়া অনন্য অনুভূতি।"
১১৬ রানের পুঁজি নিয়ে দারুণ ম্যাচ খেলে ভারত। বাংলার মেয়ে তিতাস সাধু একাই তুলে নেন ৩ উইকেট। ৮ বলের ব্যবধানে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ঝটকা দেন তিতাস। ১৯ রানে জেতে টিম ইন্ডিয়া।