১৮ নম্বর জার্সি পেয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) টিমে অধিনায়ক হয়েছেন। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে স্বাভাবিকভাবেই তুলনা হচ্ছে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)। রবিবার দিল্লির বিরুদ্ধে WPL অভিযান শুরু করবেন স্মৃতিরা। ম্যাচের আগে স্মৃতি সাফ জানিয়ে দিলেন, বিরাটের সঙ্গে তাঁর তুলনা করা একেবারেই সাজে না।
স্মৃতি আরসিবির একটি ভিডিয়োতে বলেন, "বিরাট ক্রিকেটার হিসেবে যা অর্জন করেছেন, তা অনবদ্য। তুলনা করার মানেই নেই। আরসিবির জন্যও অনেক কিছু করেছেন বিরাট। চেষ্টা করব, WPL-এ তেমন সাফল্য যেন আসে।"
আরও পডুন: ৫৪ বছরের খরা কাটল, সৌদি আরবে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটক
স্মৃতির হাতে ১৮ নম্বর জার্সি তুলে দিয়েছিলেন বিরাট কোহলি নিজেই। ছিলেন আরসিবির বর্তমান অধিনায়ক ফাফ দুপ্লেসিও। রবিবার মেয়েদের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবি।