দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান স্মৃতি মন্ধানারা। রবিবার বেঙ্গালুরুতে ১১৭ রানের ইনিংস আসে তাঁর ব্যাটে। ঘরের মাঠে মহিলা ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান তাঁর। ভেঙে দিলেন মিতালি রাজের ১০৯ রানের রেকর্ড। ২০১১ সালে এই রেকর্ড গড়েন মিতালি।
রবিবার ১২১ বলে ১১৭ রান করে আউট হয়ে ফেরেন স্মৃতি মান্ধানা। তাঁর ব্যাটে ভর করে ২৬৫ রান তোলে ভারত। ১৪৩ রানে এই ম্যাচ জিতেও ফেলে টিম ইন্ডিয়া। এদিন এই ইনিংসের পর সব ফরম্যাটে ৭০০০ রান তুলে ফেললেন স্মৃতি মান্ধানা। রবিবার চিন্নাস্বামীতে তঁর ব্যাট থেকে এল ১২টি চার ও একটি ছয়।