মেয়েদের আইপিএলের নিলামে স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) কিনে নিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। নিলামের শুরুতেই স্মৃতিকে দলে পেতে ঝাঁপায় ফ্র্যাঞ্চাইজিগুলি। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিয়েছে বেঙ্গালুরু। এদিকে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanprit Kaur) কিনে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। নিলামে তাঁর দাম উঠেছে ১ কোটি ৮০ লক্ষ টাকা।
স্মৃতি ও হরমনপ্রীত ছাড়াও নিলামে রেকর্ড দাম পেলেন অ্যাশলে গার্ডনার। অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে গুজরাত ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার আরও এক তারকা ক্রিকেটার এলিস পেরিকে ১ কোটি ৭০ লক্ষ টাকায় কিনে নিয়েছে বেঙ্গালুরু। স্মৃতির সঙ্গে একই দলে খেলবেন তিনি।
আরও পড়ুন: মেয়েদের আইপিএলের নিলাম পরিচালনার দায়িত্বে মল্লিকা সাগর
এদিকে দীপ্তি শর্মাকে কিনে নিয়েছে উত্তরপ্রদেশ ফ্র্যাঞ্চাইজি। ২ কোটি ৬০ লক্ষ টাকা দর উঠেছিল তাঁর। রেনুকা সিংকে কিনেছে বেঙ্গালুরু।