ICC বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। মহিলা ক্রিকেটে টিম ইন্ডিয়া তেমন সাফল্য পায়নি গত বছর। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সে এই খেতাব জিতে নেন স্মৃতি।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচ জেতে ভারত। কিন্তু সেই দুটি ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেন স্মৃতি মান্ধানা। একটি ওয়ানডে ম্যাচে ৮০ রানে অপরাজিত ছিলেন তিনি। সিরিজের শেষ টি২০ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৪৮ রানের ইনিংস।
ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্টে স্মৃতি মান্ধানার ৭৮ রানের ইনিংসে ড্র করে ভারত। অস্ট্রেলিয়া সফরে (Australia Tour) প্রথম ওয়ানডে ম্যাচে স্মৃতির ব্যাট থেকে আসে ৮৬ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিও পান তিনি।
আরও পড়ুন: সোশাল মিডিয়ায় ভামিকা, মেয়ের ছবি প্রকাশ নিয়ে বিরক্ত বিরাট
২০১৮ সালে একবার আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন স্মৃতি। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দুবার এই পুরস্কার পেলেন তিনি।