ওয়েলিংটনের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই কিউইর জোরা ডবল। সেই একইদিনে ভারতের মাটিতে আর এক কিউই ব্যাটিং তাণ্ডবে মেয়েদের আইপিএলে উড়ে গেল গুজরাত জায়েন্টস। ভারতের মাটিতে সেই কিউইর নাম সোফি ডিভাইন। তাঁর ৩৬ বলে ৯৯ রানে ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ জিতল আট উইকেটে। সোফির এই ইনিংস সাজানো ছিল নটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি দিয়ে। স্ট্রাইক রেট ২৭৫। তাঁর ব্যাট স্পিডেই শেষ হয়ে গেল গুজরাত। ১৮৮ রান তাড়া করতে নেমে, বেঙ্গালুরু ম্যাচ ফিনিশ করল ১৫.৩ ওভারেই।
এদিন প্রথমে ব্যাট করে স্মৃতি মান্ধানাদের সামনে ১৮৯ রানে টার্গেট তৈরি করে গুজরাত জায়েন্টস। ৪২ বলে ৬৮ রান লরা উলভার্টের। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ঝড় তোলেন অ্যাসলে গার্নার। তাঁর অবদান ২৬ বলে ৪১ রান। বেঙ্গালুরুর হয়ে দুটি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। ২০ ওভারে চার উইকেটে ১৮৮ রান করে গুজরাত।
শনিবার সন্ধ্যায় বাংলায় অল্প কালবৈশাখি দেখা গিয়েছিল। কিন্তু ভয়ঙ্কর ব্যাটিং ঝড়ের সাক্ষী আরব সাগরের পারে মুম্বই। সৌজন্যে সোফি ডিভাইন। তাঁর তাণ্ডবের সবচেয়ে বড় বলি অ্যাসলে গার্নার, তনুজা কানওয়ারের মতো প্রতিপক্ষের বোলাররা। তিন ওভারে ৪৮ রান দিয়েছেন গার্নার। আর তনুজার অবদান তিন ওভারে ৫০ রান। ম্যাচের সেরা সোফি। আর মান্ধানাদের ঝুলিতে এল আরও দু পয়েন্ট।