তবে কি ঠিকানাবদল করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)! জানা গিয়েছে, বেহালার (Behala) বাড়ি ছেড়ে মধ্য কলকাতায় আসছেন তিনি। এতদিনের পুরনো ঠিকানা কি পালটাতে চলেছেন মহারাজ! জানা গিয়েছে, ৪৮ বছরের বাসস্থান ওঠাচ্ছেন তিনি। ২৩.৬ কাঠা জমির ওপর বাগান সহ দোতলা বাংলোয় স্ত্রী ও মেয়েকে নিয়ে আসছেন সৌরভ।
বেহালার বড়িশায় বীরেন রায় রোড, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাসভবন। জীবনের সব সাফল্য এসেছে ওই বাড়িতেই। এবার ডোনা ও মেয়ে সানাকে নিয়ে নতুন বাড়িতে আসতে চলেছেন। এই প্রথম নিজের বাড়ি কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, কেশব দাস বিয়ানি ও তাঁর ছেলে নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে এই বাড়িটি কিনেছেন BCCI প্রেসিডেন্ট।
আরও পড়ুন: লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে অফের স্বপ্ন শেষ নাইটদের
তবে এই নতুন বাড়িতে কবে থেকে থাকবেন, তা জানা যায়নি এখনও। তবে এই বাড়়িতে থাকলেও বেহালার বাড়িতেও নিয়মিত যোগাযোগ থাকবে তাঁর। সেখান থেকেই জীবনের সব সাফল্য এসেছে।