লোকেশ রাহুল নেই। শ্রেয়স আইয়ার নেই। বিশ্রামে বুমরা। এরপরেও আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট। রাঁচি টেস্টের আগে এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ জানিয়েছেন, রাজকোট টেস্টই প্রমাণ করেছেন ভারতীয় দলের গভীরতা।
একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে ভারত। সৌরভ জানিয়েছেন, নেতা রোহিত দেখিয়ে দিয়েছেন কীভাবে তরুণ ক্রিকেটারদের ব্যবহার করতে হয়। সরফরাজ, যশস্বীদের ক্রিকেটের ভূয়শী প্রশংসা করেছেন মহারাজ।
বৃহস্পতিবার থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সৌরভের দাবি, ঘরের মাঠে ইংল্যান্ডের বাজবল খুব একটা কাজে আসবে না। ঘরের মাঠে এই সিরিজ জিতছে ভারত।