প্রত্যাশিত ছিল। তাতেই সিলমোহর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে নামতে পারবেন না ঋষভ পন্থ। জানালেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ।
স্পোর্টস টুডে-এর একটি সাক্ষাৎকারে সৌরভ জানান, আইপিএলে খেলবেন না ঋষভ পন্থ। যা দিল্লি ক্যাপিটালসের জন্য অত্যন্ত খারাপ খবর। গত দুই মরশুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। মনে করা হচ্ছে, পন্থের অনুপস্থিতিতে দিল্লিকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামছেন লিওনেল মেসি, কখন খেলা পিএসজি-র, জেনে নিন
২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর হিসেবে যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও সৌরভ নিজে এ ব্যাপারে কিছু জানাননি। আগেও আইপিএলে দিল্লি টিমের সঙ্গে ছিলেন তিনি।