এবারও আইপিএল খেলতে পারবেন কিনা, ঠিক ছিল না। শেষ মুহূর্তে জানা যায়,দিল্লিকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংসে কামব্যাক ব্যাটসম্যান ঋষভ পন্থের। দিল্লি অধিনায়কের প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
চেন্নাই ম্যাচের পর এক্স হ্যান্ডলে সৌরভ লেখেন, "ঋষভ খুব ভাল খেলেছ। এই ইনিংস সারা জীবন মনে থাকবে। আরও ভাল ভাল ইনিংস আসবে। কিন্তু এই ইনিংসটা তোমার সঙ্গে আজীবন থেকে যাবে।"
চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। প্রথম দিকে স্লো ইনিংস শুরু করলেও শেষ ৯ বলে ২৮ রান করেন তিনি। মুস্তাফিজুর রহমানকে এক হাতে ছক্কা মারেন তিনি। দুর্ঘটনার পর দেড় বছর মাঠের বাইরে থাকলেও একই মেজাজে খেলতে দেখা যায় পন্থকে। ২০ রান জয় পায় দিল্লি।