একসঙ্গে চার দলের দায়িত্ব সামলাবেন সৌরভ। দিল্লি ক্যাপিটালস তাঁকে 'ডিরেক্টর অব ক্রিকেট' পদে মনোনীত করেছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গে থাকতেন। এবার এই ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি দলও দেখবেন সৌরভ নিজেই। নতুন ভূমিকা পেয়ে খুশি মহারাজও। জানিয়েছেন, এবার ভাল খেলার লক্ষ্যে নামবেন তাঁরা।
WPL-এ দিল্লি ক্যাপিটালস, দক্ষিণ আফ্রিকার T20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস, আন্তর্জাতিক T20 লিগে দুবাই ক্যাপিটালস। IPL-এর পাশাপাশি এই তিনটি দলের সব সিদ্ধান্ত নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে WPL-এ কাজও শুরু করে দিয়েছেন।
২০১৯ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন সৌরভ। সেবার প্লে-অফে ওঠে দিল্লি। এবারও টিমের ভাল ফল নিয়ে আশাবাদী সৌরভ। তিনি জানান, দলের ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। সবাই খুব তাড়াতাড়ি টিমে যোগ দেবেন। ঋষভ পন্থ নেই। এবার দিল্লি টিমের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সহ অধিনায়ক হবেন অক্ষর প্যাটেল।