লেজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket) থেকে আগেই নাম তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কেন খেলবেন না, তা এবার জানিয়েও দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। সৌরভ জানান, পেশাদারি দায়বদ্ধতা ও ক্রিকেট প্রশাসনে ক্রমাগত কাজের চাপ বাড়ছে।
১৬ সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে হবে লেজেন্ডস লিগ ক্রিকেট। সেখানে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু আচমকা নাম তুলে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাই অনেকেই হতাশ। ইএসপিএন ক্রিক-ইনফো জানিয়েছে, আয়োজকদের চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন সৌরভ। এই লিগে অংশ নেওয়া ক্রিকেটারদেরও শুভেচ্ছা জানিয়েছেন মহারাজ। সৌরভ জানান, "অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের মাঠে ফেরানোর যে উদ্যোগ, তা প্রশংসনীয়। ইডেন গার্ডেন্সে একটি ম্যাচ খেলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এটাতেও আমি আপ্লুত। কিন্তু পেশাদারি দায়বদ্ধতা ও ক্রিকেট প্রশানের চাপে এই ম্যাচ খেলা সম্ভব নয়। "
আরও পড়ুন: জাডেজার বদলি অশ্বিন, দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রশ্ন ঋষভের খেলা নিয়ে
সৌরভ জানান, "এই লিগ দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা উদগ্রীব হয়ে আছেন। স্টেডিয়ামেও অনেক লোকজন আসবেন। না খেলতে পারলেও, ইডেনে হাজির থেকে ম্যাচটা দেখব।" সৌরভের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। অনেকেই মনে করছেন, বোর্ড সভাপতির দায়িত্বে আছেন তিনি। তাই এই বিনোদনমূলক ক্রিকেটে অংশ না নিয়ে বিতর্ক এড়ালেন সৌরভ।