ওয়েস্ট ইন্ডিজ সফরে অজিঙ্কা রাহানেকে সহ অধিনায়ক বাছা হয়েছে। এই নিয়ে খুশি নন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুভমান গিল, রবীন্দ্র জাদেজার মতো তরুণদের বাদ দিয়ে কেন এই সিদ্ধান্ত, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মহারাজ।
প্রায় ১৮ মাস পরে টেস্ট দলে ফিরেছেন রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৮৯ ও ৪৬ রানের ইনিংস এসেছিল রাহানের ব্যাট থেকে। সৌরভ জানিয়েছেন, "আমি বলছি না এটা পিছিয়ে পড়ার মতো কোনও বিষয়। তবে ১৮ মাস একজন মাঠ থেকে বাইরে। এরপর টেস্টে ফিরেই সহ অধিনায়ক হয়ে গেল। এই ভাবনার প্রক্রিয়াটা ভাবাচ্ছে। রবীন্দ্র জাদেজা দীর্ঘদিন ধরে টিমে আছেন। নির্বাচনে ধারাবাহিকতা থাকা উচিত।"
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। সৌরভ জানান, নির্বাচকদের পূজারার মতো ক্রিকেটারদের নিয়ে কোনও পরিকল্পনাই নেই। পূজারা বা রাহানেদের যখন ইচ্ছে আনলাম, যখন ইচ্ছে বাদ দিয়ে দিলাম, এভাবে হয় না।