গুরুতর অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। ১ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন হলে তাঁর বুকে স্টেন্ট বসানো হতে পারে।
এর আগে ২০২২ সালে কোভিডে আক্রান্ত হন তিনি। সেবারও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেই সময় শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য অক্সিজেন দেওয়া হয়েছিল। জ্বর-সর্দিকাশি হয়েছিল। তা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এবার ফের একবার হাসপাতালে ভর্তি প্রাক্তন ভারত অধিনায়কের মা।
আরও পড়ুন - অপেক্ষাই সার, আরবের মাটিতে হচ্ছে না মেসি-রোনাল্ডো দ্বৈরথ