ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি। তারপরও প্রথম একাদশে সুযোগ পাননি ইশান কিষাণ (Ishan Kishan)। ক্রিকেট বিশেষজ্ঞরা এই নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিন্তু গোটা বিষয়টি অন্যভাবেই দেখছেন।
একটি অনুষ্ঠানে সৌরভ জানান, তিনি নিশ্চিত প্রথম একাদশে ফিরবেন ইশান কিষাণ (Ishan Kishan)। তবে এখনও তাঁর সময় আসেনি। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন, এই মুহূর্তে ভারতের হাতে অনেক বিকল্প ক্রিকেটার। কে খেলবেন, কে খেলবেন না, তা সম্পূর্ণ ঠিক করেন হেড কোচ ও অধিনায়ক।
আরও পড়ুন: ইডেনে নামার আগেই সুখবর, ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে বিরাট ও রোহিত, বাদ পড়লেন চাহাল, টিমে কুলদীপ
গত ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস তৈরি করেন ইশান কিষাণ। চট্টগ্রামে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত যা দ্রুততম। বর্তমানে টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিল রানের মধ্যে আছেন। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পাননি ইশান কিষাণ।