আইপিএলের (IPL 2022) দুটি প্লে-অফ শেষ। ইডেন গার্ডেন্স (Eden Gardens) যেন ভাঙা চাঁদের হাট। শুক্রবার আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। কিন্তু প্লে-অফে (IPL Playoff) ইডেনের রোশনাই নিয়ে এখনও মজে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কোভিডের (Covid 19) জন্য এবার আইপিএল শুধুমাত্র মহারাষ্ট্রেই আয়োজন করা হয়েছিল। তবে আইপিএলের দুটি প্লে-অফে রাখা হয়েছিল ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় কোয়ালিফায়ার পায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কিন্তু আইপিএল ফাইনালের (IPL Mega Final) আগেই সেরা ভেন্য়ু হিসেবে ইডেনকেই বেছে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, "ইডেনই সেরা ভেন্যু। ২দিনে ৮০০ রান হল। দুটি ম্যাচের ফলাফলই শেষ ওভারে গিয়ে ঠিক হল। আউটফিল্ড কার্পেটের মতো। বিকেলে ঝড়বৃষ্টির পরেও সময় মতো ম্যাচ শুরু হল। স্টেডিয়ামের সব আসনও ভর্তি ছিল। ঠিক যেন ছবির মতো। আইপিএলের প্লে-অফের জন্যে ইডেনের থেকে ভাল ভেন্যু হতেই পারে না।"
আরও পড়ুন: ঋদ্ধিমান বাংলার হয়ে রঞ্জি খেলবেন না , রাখলেন না অরুনলালের কথা
ইডেনে দুই মেগা ম্যাচের জন্য নিজেই পরিশ্রম করেন সৌরভ। পিচ, আবহাওয়া, স্টেডিয়াম, সব কিছু একাই দেখভাল করেছেন। দুদিনই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও নির্বিঘ্নে মিটেছে ম্যাচ। তাই নিয়েই গর্ব করেছেন সৌরভ।