কেউ লিখেছেন, অসাধারণ। কারুর মতে, এটা মহিলা ক্রিকেটে শৃঙ্ঘে ওঠার প্রথম ধাপ। কেউ আবার এই জয়ের মধ্যে দাপট দেখেছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেফালিদের জয় হো ঘিরে এটাই প্রতিক্রিয়া বিরাট কোহলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রবিবাসরীয় দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ বধ করে প্রথমবার মেয়েদের যুব বিশ্বকাপ জিতেছে ভারত। নেতা শেফালির দলের উজ্জ্বল বঙ্গের তিন কন্যা। তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছে টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক রোহিত শর্মার মতে, দেশকে গর্বিত করেছেন শেফালি। সবাইকে অভিনন্দন।
মহম্মদ কাইফ থেকে যশ ধূল -- ভারতীয় ক্রিকেটের এই পঞ্চপাণ্ডবের তালিকায় যোগ হল আরও একটা নাম। তিনি শেফালি বর্মা। যিনি যুব বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার আগেই ভারতীয় মহিলা সিনিয়র দলের নিয়মিত সদস্য। যাঁকে ইতিমধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেটের সচিন তেন্ডুলকর বলা হয়। পরিসংখ্যান বলছে প্রথমে দাদারা, তারপর ভাইরা এবং বিশ্বকাপ উঠল বোনেদের হাতে। এরমধ্যে দিদিরা তিনবার বিশ্বকাপে ফাইনালে উঠেছেন। কিন্তু জিততে পারেননি।
দক্ষিণ আফ্রিকায় ভারতের এই পারফরম্যান্সের পিছনে সার্পোট স্টাফদের ভূমিকা অন্যবদ। তাঁদের প্রশংসা করেই টুইট করেছেন ভারতীয় ক্রিকেটে ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। শেফালিদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও। যিনি নিজেও ভারতকে যুব বিশ্বকাপ জিতিয়ে এনেছিলেন। সেখানেও তিনি ছিলেন কোচের ভূমিকায়। নেতা ছিলেন পৃথ্বী শ।