Sourav Ganguly: কুৎসার জবাব দিতে CAB সভাপতি নির্বাচনে সৌরভ, ফের বঙ্গক্রিকেটের মসনদে মহারাজ!

Updated : Oct 17, 2022 21:41
|
Editorji News Desk

বঙ্গ ক্রিকেটের সভাপতি নির্বাচনে (CAB President Election) লড়াই করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই (BCCI) থেকে সদ্য পদ হারিয়েছেন। এরপর থেকেই সৌরভকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ জানান, তাঁর বিরুদ্ধে যে কুৎসা হচ্ছে, তার জবাব দিতেই সিএবির সভাপতি নির্বাচনে দাঁড়াবেন তিনি। বিরোধী গোষ্ঠী সক্রিয় না হলে ফের বঙ্গ ক্রিকেটের মসনদে আসবেন মহারাজ।

বোর্ডের সভাপতি পদ থেকে সরে যাওয়ার পরই সিএবি-তে সক্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরোধী শিবির। সেই বিরোধী গোষ্ঠীর অন্যতম সিএবির প্রাক্তন পদাধিকারী। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি ফেসবুকেও একাধিক পোস্ট করেন সেই কর্তা। সিএবির নির্বাচনে বিরোধী গোষ্ঠী নিজের মতো করে প্যানেল তৈরি করে প্রার্থী দেওয়ার চেষ্টা করেন বলেও শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় এসব হওয়ার পরই এবার ফের সিএবি নির্বাচনে সৌরভ দাঁড়াতে পারেন বলে খবর। আগামী ৩১ অক্টোবর সিএবির বার্ষিক সাধারণ সভা। ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্যানেল এখনও ঠিক হয়নি। বর্তমান প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া যদিও বলেছেন, তিনি সৌরভের সঙ্গেই আছেন। বঙ্গ ক্রিকেটের সভাপতি পদে সৌরভ এলে, তার পক্ষেও কাজ অনেক সহজ হবে। 

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি ভারতের, প্রস্তুতি ম্যাচের আগে জানালেন রোহিত শর্মা

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আইনি পথেও রাজ্য ক্রিকেট সংস্থায় সভাপতি হতে বাধা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভ এদিন জানান, বিরোধী গোষ্ঠী প্রার্থী দিলে নির্বাচনে নামতে হবে। যদি ২২ অক্টোবরের মধ্যে কোনও বিরোধী প্রার্থীর মনোনয়ন জমা না পড়ে, তা হলে ফের বঙ্গক্রিকেটের মসনদে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। 

BCCISourav GangulyCABAvishek Dalmiya

Recommended For You

Virat Kohli : আগ্রাসণ দেখাতে গিয়ে বিপাকে বিরাট, কাটা হল ম্যাচ ফির ২০ শতাংশ
editorji | খেলা

Virat Kohli : আগ্রাসণ দেখাতে গিয়ে বিপাকে বিরাট, কাটা হল ম্যাচ ফির ২০ শতাংশ

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে ফ্যানেদের মাঝে ক্যাপ্টেন রোহিত, বক্সিং ডে-তে কি উপহার দেবেন ?

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে কত নম্বরে রোহিত শর্মা ? বক্সিং ডে-তে এটাই বড় প্রশ্ন

editorji | খেলা

MD Shami : অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে? মহম্মদ শামিকে নিয়ে কী বলল বোর্ড?

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ