ভারতীয় ক্রিকেটে অধিনায়ক (Indian Cricket Captain) রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohali) ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন বোর্ড প্রেসিডেন্ট (Bcci President) সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। মুম্বইয়ের এক দৈনিককে ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ঠিক সময়ে ফর্মে ফিরবেন বিরাট ও রোহিত। কারণ, তাঁরা দু জনেই বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। সৌরভের দাবি, যে কোনও ক্রিকেটারের জীবনে এমন একটা সময় আসে। আবার কেটেও যায়। তাই তিনি আশাবাদী বিরাট-রোহিতও ফর্মে ফিরবেন। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের ব্য়াটে রান আসবে।
২৯ মে আইপিএল মিটলেই ভারতের কাছে সবচেয়ে বড় টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। তার প্রস্তুতি হিসাবে দেশের মাটিতে প্রথমে দক্ষিণ আফ্রিকা ও পরে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে বোর্ড সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই তালিকায় নাম আছে বিরাট এবং রোহিতের।
এই আইপিএলে বিরাট-রোহিতে ব্যাটে রানের খরা চলছে। বিশেষ করে বিরাটের। আরসিবির হয়েছে শেষ ১৩টি ম্যাচে কোহলির রান মাত্র ২৩৬। বিশেষজ্ঞদের দাবি, গত ১৪ বছরে আইপিএলে এটাই কিং কোহলির সবচেয়ে খারাপ পারফরম্যান্স।