৪ রানের আক্ষেপ যাচ্ছে না বাংলার সৌরভ পালের। বাংলার হয়ে শুক্রবার রঞ্জি ট্রফিতে ৯৬ রান করেন তিনি। এদিনই অভিষেক করেন। কোচ লক্ষ্মীরতন শুক্ল যে শট খেলতে বারণ করেছিলেন, সেই শট খেলতে গিয়েই আউট হন সৌরভ। তাই আউট হওয়ার আক্ষেপ যাচ্ছে না তাঁর।
বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামার কথা বাংলার। তাঁকে বাংলার টুপি তুলে দেন অধিনায়ক মনোজ তিওয়ারি। সৌরভ আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, বাংলার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করার সুযোগ ছিল। কিন্তু সেটা হয়নি বলে আক্ষেপ সৌরভের।
শুক্রবার ২৩২ বলে ৯৬ রান করেন সৌরভ। চার মেরে শতরান করতে গিয়ে স্পিনার শোয়েব মহম্মদ খানের বলে আউট হন সৌরভ। এদিন সেঞ্চুরি করেছেন অনুষ্টুপ মজুমদার। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে বাংলার রান ৪ উইকেটে ২৮৯।