শিক্ষক দিবসে গুরু বন্দনায় মহারাজ। এই দিনের গুরুত্বকে বিচার করে তাঁর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেই তালিকায় আছেন দেবু মিত্র, জন রাইট, গ্যারি কার্স্টেনের মতো তাঁর শিক্ষকদের নাম। তবে আলোচনা একটা নামকে কেন্দ্র করে। তিনি ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। শিক্ষক দিবস নিয়ে নিজের বিশেষ বার্তায় চ্যাপেলকে শুধুমাত্র গ্রেগ বলেই সম্বোধন করেছেন।
নিজের পোস্টে সৌরভ লিখেছেন, দেবু মিত্রের অভাব অনুভব করেন। জন রাইট তাঁর অন্যতম প্রিয়। গ্য়ারি কার্স্টেন এবং গ্রেগ, শিক্ষক দিবসের শুভেচ্ছা। নিজের ব্যর্থতা আর ফিরে আসার কাহিনি নিয়ে এদিন একটি বিশেষ ভিডিও পোস্ট করেন মহারাজ।
ভারতীয় ক্রিকেটে সৌরভ বনাম গুরু গ্রেগের সম্পর্ক একটা সময় চূড়ান্ত জায়গায় পৌঁচ্ছেছিল। সৌরভের বাদ পড়া, আবার ফিরে আসা, এই সবই ওই সময়ের মধ্য়ে। এত কিছুর পরেও কেন শিক্ষক দিবসের তালিকায় গ্রেগ চ্যাপেলের নাম উল্লেখ করলেন মহারাজ ? তাঁর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, এই কারণের তিনি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তাই শিক্ষক দিবসের দিন চ্যাপেলকে শুভেচ্ছা জানিয়ে মহারাজ প্রমাণ করলেন, ব্যক্তি যে-ই হোক না কেন, তাঁর জীবনে শিক্ষকের ভূমিকা অনেক বেশি।