সিরিজের নির্ধারক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স ভারতের। দিল্লিতে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট নিয়ে নায়ক কুলদীপ যাদব। দুটি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদ।
প্রথম ম্যাচে হারের পর রাঁচিতে ঘুরে দাঁড়ায় ভারত। শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণের পার্টনারশিপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করে জেতে টিম ইন্ডিয়া। এদিন দিল্লির ফিরোজ শাহ কোটলায় সিরিজের নির্ধারক ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শিখর ধাওয়ান। মাত্র ২৭ ওভার ১ বলে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
আরও পড়ুন: দিল্লিতে সহজ জয় ধাওয়ান ব্রিগেডের, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় ভারতের
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন হেনরিক কাসেন। অধিনায়ক ডেভিড মিলারও ৭ রানে ফেরেন। ওপেনার জানেম্যান মালান ১৫ রান করেন। ১৪ রানে ফেরেন মার্কো জেনসেন।