বৃষ্টিতেই ধুয়ে গেল সঞ্জুর লড়াকু ৮৬ রান। লখনউয়ে নয় রানে হেরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করল শিখর ধাওয়ানের ভারত। দফায় দফায় বৃষ্টি। তাই ম্য়াচ হল ৪০ ওভারের। প্রথমে ব্যাট করে চার উইকেটে ২৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এদিন ভারতীয় ফ্লিডিং সেই তিমিরেই রয়ে গেল। একাধিক ক্যাচ এই ম্য়াচেও গলে গেল। সংক্ষিপ্ত ওভারের এই ম্য়াচে প্রাপ্তি শার্দুল দুটি উইকেট।
ওয়ান ডে নয়, যেন টেস্ট খেলতে নামল ভারত। রোহিত-বিরাটের পরবর্তী প্রজন্মকে তুলে আনতেই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে শুভমন গিল, ইশান কিষাণ, ঋতুরাজ গাইকোয়াডদের। কেউ সাত বলে তিন, কেউ ৪২ বলে ১৯, কেউ আবার ৩৭ বলে ২০। মনে হচ্ছিল নবাবের শহরের একদিনের টেস্ট খেলছে ভারত। এরমধ্যেই উজ্জ্বল সঞ্জুর অপরাজিত ৬৩ বলে ৮৬ রান। আর শ্রেয়স আইয়ারের ৩৭ বলে ৫০ রান।
মন্থর ব্যাটিংয়েই পিছিয়ে পড়ল ভারত। বৃহস্পতিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন রোহিতরা। আর সেদিনই ভারতে মাটিতে একদিনের সিরিজে ১-০ এগিয়ে থাকল দক্ষিণ আফ্রিকা।