T20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। মাত্র ৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা। T20 ক্রিকেটে ইতিহাসে সব থেকে কম রানে আউট হওয়ার নজির। ১৯.১ ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে খুব মসৃণ ভাবে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান তোলে কুইন্টন ডি ককরা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪ উইকেট তুলে নেন আনরিখ নোকিয়া। ২ উইকেট করে তুলে নেন কেশভ মহারাজ ও কাগিসো রাবাদা। একটি উইকেট নেন অটনিল বার্টমান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান রেন কুশল মেন্ডিস। ৩০ বলে ১৯ রান করেন তিনি। ১৬ রান করে অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
মাত্র ৭৮ রান তাড়া করতে নেমে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। রিজা হেনরিক্স ৪ রান করে ফেরেন। ২০ রান করে হাসারাঙ্গার ডেলিভারিতে ফেরেন কুইন্টন ডি কক। আইডেন মারক্রম ও ট্রিস্টান স্টাবসও ১২ ও ১৩ রান করে ফেরেন। ২২ বলে ১৯ রান করে দলকে জিতিয়ে আসেন হেনরি ক্লাসেন। ৬ রান করে সঙ্গে ছিলেন ডেভিড মিলার।