ওয়েস্ট ইন্ডিজকে সুপার এইটের ম্যাচে ৩ উইকেটে হারিয়ে T20 বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১২৩ রানের টার্গেট তুলে নিলেন আইডেন মারক্রমরা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে নেমে ৩৫ রান করেন ক্যারিবিয়ান ওপেনার কাইলি মেয়ার্স। প্রথম বলেই ০ রান করে আউট হয়ে ফেরেন শাই হোপ। ১ রান করেন নিকোলাস পুরান। বড় ইনিংস আসে রোস্টন চেজের ব্যাটে। ৪২ বলে ৫২ রান করেন তিনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার টার্গেট কমে দাঁড়ায় ১৭ ওভারে ১২৩ রান। ১৬.১ ওভারেই সেই রান তুলে নেন মারক্রম, ক্লাসেনরা।