আর্শদীপ সিং ও আবেশ খান। রবিবার দুই ভারতীয় বোলারের দাপটে ১০০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে ফেলল। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম ওয়ানডে ম্যাচে কম রানেই শেষ প্রোটিয়াদের ইনিংস।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে অভিষেক করেন সাই সুদর্শন। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় নান্দ্রে বার্গারের। প্রথম ওভারে এসেই পরপর দুই বলে দুটি উইকেট তুলে নেন আর্শদীপ। ফেরেন হেন্ডরিক্স ও টনি দে জর্জি। ভ্যান ডার ডাসেনকেও ফেরান আর্শদীপ। আবেশ খান ফেরান অধিনায়ক মারক্রম, ডেভিড মিলারদের।